শুধু আল্লাহর জন্য

শুধু আল্লাহর জন্য
মুহাম্মদ আরব দ্বীপের নেতা হয়েও কোন লকব ধারণের চিন্তা করেননি। কোন লকব দ্বারা ফায়েদা হাসিলের চেষ্টা করেননি। বরং তিনি আল্লাহর রাসুল এবং মুসলিমদের খাদেম এতেই পরিতৃপ্ত ছিলেন। তিনি নিজের ঘর নিজেই সাফ করতেন। নিজ হাতেই জুতা মেরামত করতেন। প্রবাহিত বাতাসের মত মহতপ্রাণ সৎকর্মশীল ছিলেন তিনি। কোন হত দরিদ্র তার দারস্থ হলে নিজের কাছে যা থাকত তাই তাদেরকে দান করতেন। অথচ তার কাছে যা থাকত তা অধিকাংশ সময় নিজের জন্যও পর্যাপ্ত হতোনা।


Tags: