বিবেক ও যুক্তি

বিবেক ও যুক্তি

"ইসলামের অন্যতম সৌন্দর্যের বিষয় হলো ইহা বিবেকের উপর প্রতিষ্ঠিত। ইহা তার অনুসারীদেরকে খোদাপ্রদত্ত এ জীবন্ত দক্ষতাকে বাদ দিতে কখনও বলেনা। এমনিভাবে ইসলাম গবেষণা ও অনুসন্ধানের প্রতি উৎসাহিত করে। ইহা তার অনুসারীদেরকে ঈমান আনার আগেই গবেষনা, পরীক্ষা নিরীক্ষা ও চিন্তা ভাবনা করতে আহবান করে। ইসলাম নিম্নোক্ত প্রজ্ঞাপূর্ণ প্রবাদটি সমর্থন করেঃ সব জিনিসের সঠিকতার উপর প্রমাণ পেশ করো, অতঃপর যেটি তোমার জন্য কল্যানকর সেটি গ্রহণ করো। এতে আশ্চর্যের কিছুই নাই; কেননা হিকমত হলো মুমিনের হারানো সম্পদ। যেখানেই তা পাওয়া যাবে সেখান থেকে কুঁড়িয়ে নেয়ার সেই অধিক হকদার। ইসলাম বিবেক ও যুক্তির ধর্ম। এজন্যই দেখা যায়, ইসলামের নবী মুহাম্মদের উপর অবতীর্ণ প্রথম শব্দটিই হলো "ইকরা" অর্থঃ পড়। এমনিভাবে দেখা যায় ইসলামের প্রকাশ্য ঘোষনাই হলোঃ ঈমান আনয়নের পূর্বে চিন্তা ভাবনা করে দেখার আহবান। অতএব, ইসলামই সত্য ধর্ম, ইহার অস্ত্র হলো জ্ঞান বিজ্ঞান, আর শত্রু হলো অজ্ঞতা"।


Tags: