নৈতিকতার ধর্ম

নৈতিকতার ধর্ম

"কোরআনে এমন কোন আয়াত পাবে না যেখানে আল্লাহ তায়া'লার গভীর ভালবাসার কথা বলা হয়নি। নৈতিক আচরণের নীতিমালার মাধ্যমে এতে রয়েছে সদ্গুণের ব্যাপারে প্রবল উৎসাহ উদ্দীপনা। এতে আরো রয়েছে, আবেগ ভালবাসা বিনিময়, উত্তম উদ্দেশ্যসমূহ এবং লাঞ্ছনা- অপমানে ক্ষমার প্রতি জোর আহবান। এতে আছে বিস্ময় এবং ক্রোধ নিবারণের কথা। এতে ইঙ্গিত আছে যে, চিন্তা ও দৃষ্টির দ্বারাও গুনাহ হতে পারে। এতে আরো আছে, প্রতিশ্রুতি পূরণের আহবান, যদিও তা কাফেরের সাথে হয়। বিনয় ও নম্রতার প্রতি রয়েছে উৎসাহ। নৈতিকতার স্বচ্ছ নীতিমালায় কোরআনের সমস্ত প্রজ্ঞা ও উপদেশ বুঝাতে এ কথা-ই যথেষ্ট যে,"উহা প্রত্যেক বিষয়ে আলোকপাত করেছে।"


Tags: