কুত্সা এবং মিথ্যা

কুত্সা এবং মিথ্যা
"গোঁড়া ও ধর্মান্ধরা মনে করে যে, মুহাম্মদ নিজে ব্যক্তিগত সুনাম সুখ্যাতি, গৌরব, প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা অর্জন করতে চেয়েছেন। খোদার কসম তিনি কখনও এমনটি চাননি। এ মহান মরুবাসী ও নির্জনতাপ্রিয় ব্যক্তিটি ছিলেন মহান হৃদয়ের অধিকারী, তার হৃদয় রহমত, কল্যাণ, ভালবাসা, সৎকর্ম ও প্রজ্ঞায় ভরপুর ছিল। দুনিয়ার কোন লোভ লালসার চিন্তা ছিল না। ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির কোন স্বাদ ছিল না। কেনই বা থাকবে, তার অন্তর ছিল ঝকঝকে পরিস্কার পরিচ্ছন্ন। তিনি একাগ্র একনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন "।


Tags: