ইসলামের নিয়ামত

ইসলামের নিয়ামত
"মানুষ দুনিয়াতে যে সব নিয়ামত ভোগ করে তার মধ্যে আল্লাহ তায়া'লা ইসলামের জন্য তার অন্তরকে সম্প্রসারিত করে দেয়ার চেয়ে বড় কোন নিয়ামত নাই। ফলে সে আল্লাহর হিদায়েতের আলোয় দুনিয়া ও আখেরাতের বাস্তবতা দেখতে পায়, বাতিল থেকে হককে, দুঃখ দুর্দশার পথ থেকে সুখ-শান্তির পথ পার্থক্য করতে পারে। আমি আল্লাহর দরবারে সিজদায় নত হয়ে তার এ মহা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি, তিনি আমাকে এ নিয়ামত দান করেছেন, যাতে আমার অন্তর প্রকৃত সুখে পূর্ণ হয়ে গেছে। ইহা আমাকে বিস্তৃত ডালপালাবিশিষ্ট নানা ফলদায়ক বিশাল বৃক্ষের ছায়াতলে থাকার সুযোগ দিয়েছে। ইহা হলো ইসলামের বিস্তৃত ডালপালাবিশিষ্ট বিশাল পরিবার, ইসলামী ভ্রাতৃত্ব"।


Tags: