আল কোরআনের মর্যাদা

আল কোরআনের মর্যাদা

কোরান চৌদ্দ শতাব্দি যাবত মুসলিমদের স্মৃতিতে সংরক্ষিত থেকে তাদের চিন্তাকে নাড়া দিচ্ছে , তাদের চরিত্র গঠন করছে, মিলিয়ন মিলিয়ন লোকের প্রতিভাকে শাণিত করছে। কোরআন মনে জাগিয়ে তোলে এমন বিশ্বাস যা সবচেয়ে সহজ ও স্পষ্ট এবং অনুষ্ঠানিকতা ও রেওয়াজ থেকে অনেক দূরে, পৌত্তলিকতা ও পৌরহিত্য থেকে অধিক মুক্ত। মুসলিমদের নৈতিক ও ও সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে তার ভুমিকাই সবচেয়ে বেশী ছিল। উহাই তাদের মাঝে সমাজ নীতি ও সামাজিক ঐক্যের ভিত সমূহ প্রতিষ্ঠা করেছে, তাদেরকে স্বাস্থ্যগত নিয়ম মানতে উৎসাহিত করেছে্‌ অনেক কুসংস্কার, ভুল ধারণা, জুলুম ও রুক্ষতা থেকে তাদের চিন্তাকে মুক্ত করেছে, দাসদের অবস্থা উন্নত করেছে এবং নিম্ন শ্রেণির মাঝে মর্যাদাবোধ জাগিয়ে তুলেছে।


Tags: