আল কোরআনের বৈজ্ঞানিক বিস্ময়

আল কোরআনের বৈজ্ঞানিক বিস্ময়
"আল কোরআনে প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে অনেক আয়াত এসেছে, যা ডঃ ইউসুফ মারওয়াহ তার "আল কোরআনে প্রাকৃতিক বিজ্ঞান" বইয়ে উল্লেখ করেছেন। নির্দিষ্টভাবে বলতে গেলে ইহা (৭৭৪)টি আয়াত। ইহার বিস্তারিত হলো নিম্নরূপঃ গণিত (৬১), পদার্থবিদ্যা (২৬৪), অণু (৫), রসায়ণ (২৯), আপেক্ষিক বিজ্ঞান (৬২), জ্যোতির্বিজ্ঞান (১০০), আবহাওয়া (২০), জলজ (১৪) মহাকাশ বিজ্ঞান (১১), প্রাণিবিদ্যা (১২), কৃষিবিজ্ঞান (২১), জীববিজ্ঞান (৩৬), সাধারণ ভূগোল (৭৩), মানব প্রজনন (১০), ভূতত্ত্ব (২০), মহাবিশ্ব এবং মহাজাগতিক ঘটনার ইতিহাস (৩৬)টি আয়াত"।


Tags: