আধ্যাত্মিক শূন্যতা পূরণ

আধ্যাত্মিক শূন্যতা পূরণ

"ইহা ছিল আমার জীবনের একটি বিশেষ মুহুর্ত, যখন দেখলাম আল্লাহ তায়া'লা তাঁর প্রশস্ত জ্ঞান ও রহমতে যন্ত্রণা এবং ব্যথাদায়ক আযাব থেকে মুক্তি দিতে আমার উপর অনুগ্রহ করেছেন, আরো দেখলাম যে, আমার অন্তরে আধ্যাত্মিক শূন্যতা পূরণে বিরাট প্রস্তুতি... তখন আমি মুসলমান হই। ইসলাম গ্রহণের পূর্বে আমি জীবনে ভালবাসার অর্থ বুঝতাম না। কিন্তু আমি যখন কোরআন পড়েছি, তখন অনুভব করলাম যে, অগণিত রহমত ও ভালবাসার উচ্ছাস আমাকে আচ্ছাদিত করে রেখেছে, আমি আমার অন্তরে ভালবাসার দাবী অনুভব করতে লাগলাম। যে জিনিস আমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে তা হলো আল্লাহ তায়া'লার অতুলনীয় ভালবাসা"।


Tags: