img_alt6

টমাস কার্লাইল

quotes:
  • নববী আখলাক
  • আমি মুহাম্মদ (সঃ) কে অবশ্যই ভালবাসি তাঁর স্বেচ্ছাচারিতা ও কপটতা মুক্ত স্বভাবের জন্য। এই মরু সন্তান ছিল মুক্তমনা। তিনি শুধু নিজের উপর নির্ভর করতেন। নিজের যত খানি আছে তাই দাবি করতেন। তিনি অহংকারি ছিলেন না, তবে নিচুও ছিলেন না। তিনি তাঁর শীর্ণ বসনে ছিলেন যেমন আল্লাহ তাকে রেখেছেন, যেমন আল্লাহ ইচ্ছা করেছেন। রোম পারস্যের রাজাদেরকে তিনি নিজের মুক্ত ও স্পষ্ট ভাষায় দাওয়াত দিতেন। তাদেরকে তিনি ইহজগৎ ও পর জগতের দিশা দিতেন। তিনি ছিলেন আত্মমর্যাদাশীল ও দৃঢ় প্রতিজ্ঞ। আজকের দিনের কাজ কালকের জন্য রেখে দিতেন না।


  • আল্লাহর কোন শরিক নেই
  • এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি সত্য ,তিনি ব্যাতীত আর সব ভ্রান্ত। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং রিজিক দিচ্ছেন। ইসলাম হল, সব আল্লাহর কাছে সোপর্দ করা। তার অনুগত্য করা। তার কাছে প্রশান্তি খোঁজা। তার উপর ভরসা করা। পূর্ণ শক্তি হলো তার বিধানের উপর অবিচল থাকা, দুনিয়া ও আখেরাতে যাই হোক, আল্লাহর পক্ষ থেকে যে কোন বিপদ আসুক _ হোক তা মৃত্যু_ সব সানন্দে নিঃসংকোচে ও সন্তুষ্টির সাথে গ্রহণ করা, এ বিশ্বাস করা যে, এটাই কল্যাণ, তা ছাড়া আর কোন কল্যাণ নাই। আর বোকামী হল, মানুষ নিজের দুর্বল বুদ্ধিকে জগত ও চারপাশের মানদণ্ড নির্ধারণ করা। বরং তার উচিৎ এ বিশ্বাস করা যে, জগতের একটি ন্যাইয়ানুগ আইন আছে, যদিও তার বুঝে না আসুক এবং কল্যাণ হল জগতের মূল। আর সততা হলো অস্তিত্বের প্রাণ। তার উচিৎ স্থিরতা ও তাকওয়ার সাথে এ সবে ও বিশ্বাস করা ও এর অনুসরন করা।


  • কুত্সা এবং মিথ্যা
  • "গোঁড়া ও ধর্মান্ধরা মনে করে যে, মুহাম্মদ নিজে ব্যক্তিগত সুনাম সুখ্যাতি, গৌরব, প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা অর্জন করতে চেয়েছেন। খোদার কসম তিনি কখনও এমনটি চাননি। এ মহান মরুবাসী ও নির্জনতাপ্রিয় ব্যক্তিটি ছিলেন মহান হৃদয়ের অধিকারী, তার হৃদয় রহমত, কল্যাণ, ভালবাসা, সৎকর্ম ও প্রজ্ঞায় ভরপুর ছিল। দুনিয়ার কোন লোভ লালসার চিন্তা ছিল না। ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির কোন স্বাদ ছিল না। কেনই বা থাকবে, তার অন্তর ছিল ঝকঝকে পরিস্কার পরিচ্ছন্ন। তিনি একাগ্র একনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন "।Related Posts


Subscribe