গোস্তাভ লে ভোন

quotes:
  • আরব ও অনারবের মাঝে কোন পার্থক্য নেই
  • মুসলিমরা যে যেই জাতিভুক্ত হোকনা কেন তারা একে অপরের দৃষ্টিতে কেউ কারো পর নয়। অধিকারের ক্ষেত্রে দারুল ইসলামে চীনা মুসলিম ও আরব মুসলিমের মাঝে কোন ভেদাভেদ নেই। এভাবে ইসলামী অধিকার ইউরোপীয় অধিকার থেকে মৌলিক ভাবে ভিন্ন।


  • ইসলাম সরল সহজ
  • ইসলামের মহা সহজতা এসেছে নিরেট তাওহীদ থেকে। এই সহজতার মাঝেই নিহিত ইসলামের শক্তির রহস্য। অন্যান্য ধর্মে যে জটিলতা, স্ববিরোধিতা ও দূর্বোধ্যতা দেখি, ইসলাম ও তার বুঝ সে সব থেকে মুক্ত এবং সহজ। ইসলামে ইলাহ একজন এবং আল্লাহর সামনে সব মানুষ সমান এমন নীতির চেয়ে স্পষ্ট আর আর কোন নীতি নেই।


  • জ্ঞান- বিজ্ঞানের সভ্যতা
  • যখনই আমরা আরব সভ্যতা, তাদের জ্ঞান সমৃদ্ধ বইসমূহ এবং তাদের অবিষ্কার ও শিল্পকলা নিয়ে গভীরভাবে গবেষণা করি, তখন আমাদের সামনে নতুন তথ্য ও বিস্তৃত সম্ভাবনা প্রকাশিত হয়। আমরা সহজেই দেখতে পাই যে, মধ্যযুগে আরবরা পূর্ববর্তীদের জ্ঞান বিজ্ঞানের অধিকারী। পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়গুলো সেসব জ্ঞান বিজ্ঞান সম্পর্কে পাঁচ শতাব্দী ধরে তাদের বইসমূহ ছাড়া কিছুই জানত না। আরবরাই ইউরোপকে পার্থিব, জ্ঞানগত ও চারিত্রিকভাবে সভ্য সংস্কৃত করেছে। ইতিহাসে কোন জাতিকে দেখা যায় না যারা এতো অল্প সময়ে এতো কিছু উপহার দিয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে কেউ তাদের থেকে বেশী অগ্রসর হতে পারেনি"।


  • মধ্যযুগ
  • "মূসা ইবনে নুসাইর যদি ইউরোপ বিজয় করতে পারত তবে আজ ইউরোপ মুসলমান হতো। সভ্য-সংস্কৃত জাতির জন্য একটি ধর্মীয় ঐক্য গঠিত হত। আর ইউরোপকে সে সব দূর্ভোগ পোহাতে হতোনা - যা তারা ভোগ করতেছে- যে সব দূর্ভোগ আরবদের অবদানের ফলে স্পেনের পোহাতে হয়নি"।


  • আত্মশুদ্ধি
  • "বিজ্ঞানের আবিষ্কারের সাথে ইসলামই সবচেয়ে উপযোগী ও প্রযোজ্য ধর্ম। ইহা আত্মশুদ্ধির সবচেয়ে কার্যকরী এবং ন্যায় পরায়ণতা, ইহসান ও উদারতা বহনকারী ধর্ম"।


  • নৈতিকতার মূলনীতিসমূহ
  • "আল কোরআনে নৈতিকতার মূলনীতিসমূহ খুব উঁচু। যে সব জাতি কোরআনের স্পর্শ পেয়েছে তারাও ঈসা (আঃ) এর ধর্মের অনুসারীদের মত সুমহান চরিত্রে পরিবর্তীত হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো কোরআন তার অনুসারীদেরকে প্রভাবিত করেছে। ইসলামের মত কোন ধর্ম নাই যা মানুষের অন্তরে প্রভাব ফেলেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম পাওয়া যাবে না যা তার অনুসারীদের অন্তরে স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে। মধ্যপ্রাচ্যে কোরআনই হলো জীবনের কেন্দ্রবিন্দু, জীবনের সূক্ষ্ম ব্যাপারেও আমরা এর প্রভাব আমরা দেখতে পাই"।