এটিয়েন ডিনেট

quotes:
  • কোন মাধ্যম নেই
  • "এখানে একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল, মানুষ ও তার প্রতিপালকের মাঝে মাধ্যম না থাকা। আর তা পেয়েছে কার্যকারী বুদ্ধির আধিকারিরা।"


  • চিরন্তন অলৌকিক ঘটনা
  • মুহাম্মদের সঃ এর আগের নবীদের মুজিযাগুলো বাস্তবে ছিল সাময়িক। পক্ষান্তরে আমরা কোরানকে বলতে পারি চিরন্তন মুজিযা। কারণ তার প্রভাব সার্বক্ষণিক ও বিরামহীন। যে কোন মুমিন সহজেই আল্লাহর কিতাব শুধু তেলাওয়াত করেই সে মুজিযা অনুধাবন করতে পারবে। এ মুজিযাতেই আমরা খুঁজে পাই ইসলাম যে বিপুল প্রসার লাভ করেছে এর গ্রহণযোগ্য কারণ। যার কারণ ইউরোপীরা জানে না। কারণ তারা কোরআন জানে না। কিংবা তারা প্রাণহীন কিছু তর্জমা থেকে কোরআন শিখে। তা ছাড়া অনুবাদে সুক্ষ্মতার অভাব তো আছেই।


  • উজ্জ্বল সুন্নত
  • মুহাম্মদ (সঃ) এর উজ্জল হাদিস আমাদের যুগেও স্থায়ী রয়েছে। পৃথিবীতে ছড়িয়ে থাকা তাঁর সুন্নতের অনুসারী শত শত মিলিয়ন আত্মা থেকে উৎসারিত ধর্মীয় নিষ্ঠা তাকে আরো উজ্জল করছে।