Home /প্রমাণাদি /রম লান্ড /সত্যের সাক্ষ্য

সত্যের সাক্ষ্য


মুহাম্মাদ কোন দিন কোন ঐশ্বরিক বিশেষণ কিংবা অলৌকিক শক্তি নিজের সম্বন্ধে যুক্ত করেননি। বিপরিতে তিনি উৎসাহী ছিলেন এ বক্তব্যে যে, তিনি শুধু রাসুল, আল্লাহ তায়ালা তাকে পরিগঠিত করেছেন মানুষের কাছে তার অহী পৌঁছানোর জন্য।